জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষ বাংলা উপন্যাস ২ pdf
বাংলা উপন্যাস ২ pdf
বিষয় কোড: ২৩১০১৫
বাংলা উপন্যাস ২ pdf
বিষয় কোড: ২৩১০১৫
ক-বিভাগ: অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
১. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৭৬ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন।
২. ‘গৃহদাহ’ উপন্যাসের প্রথম বাক্যটি কী?
উত্তর ’গৃহদাহ’ উপন্যাসের প্রথম বাক্যটি হলো ‘‘মহিমের পরম বন্ধু সুরেশ।’’
৩. মহিমের বাড়ি কোন গ্রামে?
উত্তর মহিমের বাড়ি চব্বিশ পরগনার রাজপুর গ্রামে।৪. ‘‘আমি হিন্দু নই, ব্রাহ্ম’’। কথাটি কার?
উত্তর ‘‘আমি হিন্দু নই, ব্রাহ্ম’’। কথাটি আচলার।
৫. মহিম কোন কলেজ থেকে এফএ পাস করেছে?
উত্তর মহিম সিটি কলেজ থেকে এফএ পাস করেছে।
৬. দিন ঘন্টা মিনিট দিয়ে কাকে মাপা যায় না?
উত্তর দিন ঘন্টা মিনিট দিয়ে সুরেশকে মাপা যায় না।
৭. রাক্ষসী মেয়েটির প্রকৃত নাম কী?
উত্তর রাক্ষসী মেয়েটির প্রকৃত নাম বীণাপাণি।৮. ‘পাঁচালী’ শব্দের অর্থ কী?
উত্তর ‘পাঁচালী’ শব্দের অর্থ হচ্ছে এক প্রকার বর্ণনাত্মক কাব্য, যা রাগরাগিনী সমেত গায়েন মুখে মুখে নাচ-গান বাদ্যযন্ত্রসহযোগে অতীতে গীত হত।
৯. ‘পথের পাঁচালী’ উপন্যাসের তৃতীয় পর্বটির নাম কী?
উত্তর: ‘পথের পাঁচালী’ উপন্যাসের দ্বিতীয় পর্বটির নাম ‘অক্রুর সংবাদ’।
১০. অপুর গ্রামের নাম কী?
উত্তর পুর গ্রামের নাম নিশ্চিন্দিপুর।
১১. হরিহর রায়ের বাড়ি গ্রামের কোন প্রান্তে?
উত্তর হরিহর রায়ের বাড়ি গ্রামের উত্তরপ্রান্তে।১২. নিশ্চিন্দিপুর গ্রামের কোন দিকে হরিহর রায়ের কোঠাবাড়ি?
উত্তর চন্ডিপুর গ্রামের উত্তরপ্রান্তে হরিহর রায়ের কোঠাবাড়ি।
১৩. ইন্দিরা ঠাকরুনের মেয়ের নাম কী?
উত্তর ইন্দির ঠাকরুনের মেয়ের নাম বিশ্বেশ্বরী।
১৪. ‘মিষ্টি যেন গুড়।’ উক্তিটি কার?
উত্তর ‘মিষ্টি যেন গুড়।’ উক্তিটি অপুর।
১৫. ‘পুতুল নাচের ইতিকথা’ উপন্যাস কত সালে প্রকাশিত হয়?
উত্তর ‘পুতুল নাচের ইতিকথা’ উপন্যাস ১৯৩৬ সালে প্রকাশিত হয়।১৬. মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম কী?
উত্তর মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়।
১৭. ‘পুতুলনাচের ইতিকথা’র শোষক চরিত্র কোনটি?
উত্তর ‘পুতুল নাচের ইতিকথা’ এর শোষক চরিত্র গোপাল দাস।
১৮. গোপালের কয় ছেলে, কয় মেয়ে?
উত্তর গোপালের এক ছেলে, তিন মেয়ে।
১৯. ‘‘বউ তোমাদের যেন একটু পাগলাটে, না গো পরানের মা?’- উক্তিটি কার?
উত্তর ‘‘বউ তোমাদের যেন একটু পাগলাটে, না গো পরানের মা?’- উক্তিটি পাড়ার লোকদের।
২০. কথায় কথায় সূর্য বিজ্ঞানের কথা বলে কে?
উত্তর কথায় কথায় সূর্য বিজ্ঞানের কথা বলে যাদব পন্ডিত।
২১. ‘পুতুল নাচের ইতিকথা’ উপন্যাসের কে স্বেচ্ছায় মৃত্যুকে বেছে নেয়?
উত্তর ‘পুতুল নাচের ইতিকথা’ উপন্যাসের যাদব পন্ডিত স্বেচ্ছায় মৃত্যুকে বেছে নেয়।
২২. সংশপ্তক শব্দের অর্থ কী?
উত্তর যে যোদ্ধা যুদ্ধে ধ্বংস না পরাজয় অনিবার্য করে না অথবা দৃঢ়প্রতিজ্ঞা।
২৩. সব কাজই ফেলু মিয়ার দক্ষিণ হস্ত কী?
উত্তর সব কাজেই রমজান ফেলু মিয়ার দক্ষিণ হস্ত।২৪. বাকুলিয়া দক্ষিণের ক্ষেত্রের নাম কী?
উত্তর বাকুলিয়া দক্ষিণের খেতে নাম দক্ষিণ ক্ষেত তবেই তালতলীর মানুষ রা বলে উত্তরের ক্ষেত।
২৫. ‘মানুষের জন্যই তো ধর্ম। ধর্মের জন্য মানুষ নয়’- উক্তিটি কার?
উত্তর ‘মানুষের জন্যই তো ধর্ম। ধর্মের জন্য মানুষ নয়’- উক্তিটি সেকেন্দারের।
২৬. ‘দুঃখ জয়ী যারা তারাইতো জীবন জয়’।- উক্তিটি কার?
উত্তর দুঃখ যারা তারাইতো জীবন যুক্তিটি সেকেন্দার মাস্টারের।
২৭. ১৯৭১সালের ডিসেম্বর মাসের কত তারিখে শহীদুল্লাহ কায়সার নিখোঁজ হন?
উত্তর: ১৯৭১ সালের ডিসেম্বর মাসের ১৪ তারিখে শহীদুল্লা কায়সার নিখোঁজ হন।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলী
১. ‘ইনি যতই ভালো হন’ ব্রাহ্ম তো বটে।’ কে, কার সম্পর্কে কেন এমন কথা বলেছে?
২. ‘আজ থেকে চিরদিন তোমার কুটিরই আমার প্রসাদ।’ কে, কেন একথা বলেছে?
৩. ‘যাকে ভালোবাসি নেই তার ঘর করবার জন্য আমাকে তোমরা ফেলে রেখে দিও না।’ ব্যাখ্যা কর।
৪. ‘দুঃখ বড় ছাড়া কোনদিন বড় জিনিস লাভ করা যায় না।’ – কেন?
৫. ‘আশ্রমই বল আর আশ্রয়ই বল, সে তার কোথায়।’- ব্যাখ্যা কর।
৬. ইন্দির ঠাকরুনের পরিচয় দাও।
৭. ‘বাঁকা কঞ্চি’ অপুর জীবনে এক অদ্ভুত জিনিস কেন?- আলোচনা কর।
৮. আপু কিভাবে প্রকৃতির রাজ্যে প্রবেশ করেছিল?
৯. ‘‘নেবুর পাতায় করমচা,
হে বৃষ্টি ধরে যা।’-উৎস, প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা কর।
১০. ‘‘সর্বজয়া উপন্যাসের সবচেয়ে বাস্তবধর্মী চরিত্র।’’- পথের পাঁচালী উপন্যাস অবলম্বনে সর্বজয়া সংক্ষিপ্ত পরিচয় দাও।
১১. ‘পুতুল বই তো নই আমরা, একজন আড়ালে বসে খেলাচ্ছেন’- কে, কাকে, কোন প্রসঙ্গে বলেছে?
১২. গোপাল দাসের সংক্ষিপ্ত পরিচয় দাও।
১৩. তারপর কয়েকদিন শশী খুব চিন্তিত ও বিষন্ন হইয়া রহিল ব্যাখ্যা কর।
১৪. ‘মানুষ কি লোহার গড়া যে চিরকাল একরকম থাকবে, বদলাবে না?” ব্যাখ্যা কর।
১৫. ‘দ্বিতীয় বার পথে ভাসল মালু’ – ব্যাখ্যা কর।
১৬. ‘এসবের চেয়েও বুঝি অসহ্য ভেলুমিয়ার উদারতার চাবুক।’- ব্যাখ্যা কর।
১৭. ‘সবকিছু ছাপিয়ে রাবুর কানে বাজে শুধু একটি কথা, আমি আসবো, আমি আসবো’ – ব্যাখ্যা কর।
১৮. জাহেদ এর পরিচয় দাও।
গ-বিভাগ রচনামূলক প্রশ্নবলি
১. ‘গৃহদাহ’ উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার কর।
২. ‘গৃহদাহ’ উপন্যাস অবলম্বনে ও চরিত্র বিশ্লেষণ কর।
৩. ‘গৃহদাহ’ এ অচলার শুধু পত্নীর ভূমিকা আছে, ফলে সতীত্ব সম্বন্ধে বাঙালী বদ্ধ সংস্কার ছাড়া অন্য কোন দৃঢ়মূল নিষিদ্ধসমাজ বিগর্হিত প্রেমের আঘাত এসে পড়ে না।’ উক্তিটির আলোকে অচলার চরিত্রটি বিশ্লেষণ কর।
৪. ‘পথের পাঁচালী’ উপন্যাস অবলম্বনে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রকৃতি প্রেম এর পরিচয় দাও।
৫. ‘পথের পাঁচালী’ উপন্যাস অবলম্বনে সর্বজয়া চিত্র অঙ্কন কর।
৬. ‘পথের পাঁচালী’ উপন্যাসটিকে কি আত্মজৈবিক উপন্যাস বলা যায়? যুক্তিসহ তোমার মতামত আলোচনা কর।
৭. ‘পুতুল নাচের ইতিকথা’ উপন্যাসের শিল্পমূল্য বিচার কর।
৮. ‘পুতুল নাচের ইতিকথা’ উপন্যাস অবলম্বনে মানুষ জীবনে নিয়তির প্রভাব আলোচনা কর।
৯. ‘পুতুল নাচের ইতিকথা’ উপন্যাস অবলম্বনে শশী চরিত্র অঙ্কন কর।
১০. শহীদুল্লাহ কায়সারের ‘সংশপ্তক’ উপন্যাসের শিল্পমূল্য আলোচনা কর।
১১. ‘সংশপ্তক’ উপন্যাস অবলম্বনে রমজান চরিত্র বিশ্লেষণ কর।