[ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা-২০২১ অনুষ্ঠিত ২০২২/২০২৩সাজেশন-
বিষয়: আল-হাদিস শিক্ষা ।
ইউটিউব চ্যানেল: www.Youtube.com /nationaluniversity0
ইসলামিক স্টাডিজ তৃতীয় পত্র বিষয় কোড: ১২১৮০১
ক-বিভাগ
→ (যে কোন ১০ টি প্রশ্নের উত্তর দাও)
অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি:
১. ইমান অর্থ কী? উত্তর:- বিশ্বাস করা স্বীকৃতি দেওয়া। (১০০%)
আকীদা অর্থ কী? উত্তর:- বিশ্বাস করা। ৩. শাহাদাতুন শব্দের অর্থ কী? উত্তর:- সাক্ষ্য দেওয়া।
৪. বাল্লিগু শব্দের অর্থ কী? উত্তর:- তোমরা পৌছে দাও।
৫. বিদউন শব্দের অর্থ কী? উত্তর:- বেশি, অধিক।(১০০%)
৬. সালাতের আহকাম কয়টি? উত্তর:- ৭টি (১০০%)
৭. ইহসান বলতে কী বুঝায়? উত্তর:- আল্লাহর উপস্থিতির কথা অন্তরে স্মরণ রেখে নিষ্ঠার সাথে কোন কাজ সম্পাদন করাকে ইহসান বলে।
৮. ওয়াফদু শব্দের অর্থ কী? উত্তর:- প্রতিনিধি দল।
৯. সাদাকাতুন যারিয়াতুন কি? উত্তর:- প্রবাহমান দান। (১০০%)
১০. ইমাম শব্দের অর্থ কী? উত্তর:- নেতা, পথপ্রদর্শক।
১১. কাবা অর্থ কী? উত্তর:- কাবা অর্থ আল্লাহর ঘর যা মুসলমানদের কিবলা হিসেবে চিহ্নিত এবং হজ্জ জন্য নিধারিকা ।
১২. সুতরা শব্দের অর্থ কী? উত্তর:- (১০০%) ১৩. কুনূত শব্দের অর্থ কী? উত্তর:- দাড়ানো ।
১৪. বিদআত শব্দের অর্থ কী? উত্তর:- বিদআত অর্থ নতুন সৃষ্টি তথ্য যা ইতঃপূর্বে ছিল না। এমন কাজ। (১০০%)
১৫. ইলম শব্দের অর্থ কী? উত্তর:- অনুধাবন করা।
১৬. মদীন শব্দের অর্থ কী? উত্তর:- খনি । (১০০%)
১৭. খিয়ারুন অর্থ কী? উত্তর:- উত্তম।
১৮. হাসাদুন অর্থ কী? উত্তর:- হিংসা। (১০০%), ১৯. ওয়ারিশ শব্দের অর্থ কী? উত্তর:- অংশীদার।
২০. কওম শব্দের অর্থ কী? উত্তর:-সম্প্রদায়।
২১. মুত্তাফাকুল আলইহি বলতে কী বুঝায়? উত্তর:- যে হাদিসের ব্যাপারে ইমাম বুখারী ও মুসলিম (রা.) ঐক্যমত্য পোষণ করেছেন তাকে মুত্তাফাকুন আলাইহি বলে। নবীদের উত্তরাধিকারী কারা:-স্থানীরা 22.ওলামাগণ।
২৩. সদকায়ে জায়িয়া অর্থ কি? উত্তর: সদকায়ে জারিয়া হলো যে দানের প্রতিদিন কেয়ামত পর্যন্ত চালু বা জারি থাকে। (১০০%)
২৪. নবিগণ উত্তরাধিকার স্বরুপ কী রেখে গেছেন?উত্তর:-নবিগণ উত্তরাধিকার স্বরুপ রেখে গেছেন জ্ঞান বা ইলম।
২৫. ওলাদুন সালিহীন অর্থ কী? উত্তর:-সৎ সন্তান নেক সন্তান।
২৬. উম্মুল কোরআন দ্বারা কী বুঝায়? উত্তর:-সূরা আল ফাতিহাকে বুঝায়। (১০০%)
২৭. হাদিস শব্দের অর্থ কী? উত্তর:- বাণী, কথা, সংবাদ, বক্তব্য । (১০০%)
২৮. সনদ কাকে বলে? উত্তর: হাদিস বর্ণনায় রাবীগণের বর্ণনা পরস্পরাকে সনদ বলে। (১০০%)
২৯.সর্বাধিক হাদিস বর্ণনাকারী কে? উত্তর: হযরত আবু হুরায়রা (রা.)। (১০০%)
৩০. হযরত আবু হুরায়রা (রা.) এর প্রকৃত নাম কী?
উত্তর:-আব্দুর রহমান ও আব্দুল্লাহ।
৩১. আছফার অর্থ কী? উত্তর:- ঊষার উজ্জল আলো , হলুদ বর্ণ ।
৩২. মসকুল কাদের জন্য দোয়া করে? উত্তর: যারা আল্লাহর পথে এলেম অন্বেষণ করে।
৩৩. মেশকাত অর্থ কি ? উত্তর:- চেরাগদান অর্থাৎ যেখানে চেরাগ বা বাতি রাখা হয়। (১০০%)
৩৪. মেশকাতুল মাসাবীহ এর সংকলক কে?উত্তর:-
শায়খ ওয়ালিউদ্দিন মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ। ৩৫. রাওজাত এর অর্থ কী? উত্তর:- বাগান । (১০০%)
৩৬. তাবলীগ অর্থ কী? উত্তর:- প্রচার করা, জানানো, আহ্বান করা। (১০০%)
৩৭. ইহসান কী? উত্তর:-সৎকর্ম করা, সদ্ব্যবহার করা। (১০০%)
৩৮. হাদীসে কুদসী শব্দের অর্থ কী? উত্তর:- যে সকল হাদিসের ভাবগুলো আল্লাহর শুধুমাত্র ভাষাটা রাসূলের এবং হাদিস আল্লাহ উল্লেখ থাকে তাকে তাদিসে কুদসী বলে।
৩৯. মতন শব্দে অর্থ কী? উত্তর:- মজবুত, মূল বিষয়। (১০০%)
৪০. মারফু হাদিস কাকে বলে? উত্তর:- যে হাদিসের সনদ (বর্ণনাকারীদের সূত্র) রাসূল (রা.) পর্যন্ত গৌঁছেছে। (১০০%)
৪১. ইলম শব্দের অর্থ কী? উত্তর:- বিদ্যা, জ্ঞান । ৪২. সালাত অর্থ কী? উত্তর:- দয়া, প্রার্থনা, ক্ষমা
পার্থনা। ৪০. সালাতের মধ্যে ওয়াজিব কতটি? উত্তর:-
১৪টি। (১০০%) ৪৪. রাবী শব্দের অর্থ কী? উত্তর:- হাদিস
বর্ণনাকারী।(১০০%)
85. সিহাহ সিত্তাহ কি? উত্তর:- ৬টি বিশুদ্ধ হাদিস। (১০০%)
খ-বিভাগ (যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও)
১) ঈমান ও ইসলামের মধ্যে পার্থক্য কী?সংক্ষেপে লিখ ? উত্তর:-বিগত ২০১৯ । (১০০%)
২) হাদিস বলতে কী বুঝ? হাদিস কত প্রকার ও কী কী ?উত্তর:- বিগত ২০১৯ ।
৩) 'ইলম' কত প্রকার ও কী কী? সংক্ষেপে বর্ণনা কর? উত্তর:- বিগত ২০১৯ । ( ১০০% )
৪) হযরত আবু হোরায়রা (রা.) এর সংক্ষিপ্ত জীবনী লিখ? উত্তর:- বিগত ২০১৯ । ( ১০০% )
৫ ) সুন্নাহ বলতে কী বুঝ? সুন্নাহ ও আসার এর মধ্যে পার্থক্য লিখ? উত্তর:-বিগত ২০১৭
৬) সালাতের সামাজিক গুরুত্ব সংক্ষেপে বর্ণনা কর? উত্তর:- বিগত ২০১৯ । (১০০%)
৭) আযান কখন ও কীভাবে শুরু হয়?সংক্ষিপ্ত লিখ? উত্তর:-বিগত ২০১৯ ।
(৮) হাদিস কাকে বলে? হাসীদ ও সুন্নাহর পার্থক্য লিখ? (১০০%)
৯) পাঁচ ওয়াক্ত সালাতের মুস্তাহাব সময়ের বিবরণ দাও? (১০০%)
(১০) ইলমের গুরুত্ব লেখ? ওহী নাযিলের পদ্ধতিসমূহ লিখ। (১০০%)
(১১) কি কি কারণে সালাত ভঙ্গ হয় ?বর্ণনা করা (১০০%) জশন
১২) হজ্বের ধর্মীয় ও আন্তর্জাতিক গুরুত্ব আলোচনা কর? (১০০%)
১৩) ঈমান, ইসলাম ও ইহসানের সংজ্ঞা দাও? (১০০%)
১৪) সুন্নাহ কাকে বলে? সুন্নাহ ও আসরের মধ্যে পার্থক্য লিখ। (১০০%)
গ-বিভাগ (যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও)
(১) মিশকাতুল মাসাবীহ সংকলকের জীবনী লিখ ? উত্তর:- বিগত ২০১৯ । (১০০%)
(২) হাদিস এর সংঙ্গা দাও ? হাদিসের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা কর? উত্তর: বিগত ২০১৯ । (১০০%)
৩) ইমামদের মতভেতসহ সালাতের ওয়াজিব সমূহ বর্ণনা কর? উত্তর:-বিগত ২০১৯ । ( ১০০% )
৪) হাদিসের আলোকে মুহব্বতের প্রকারভেদ আলোচনা কর? উত্তর:-বিগত ২০১৯ ।
৫) হাদিস সংকলনে ইমাম বুখারী (রহ) এর অবদান মূল্যায়ন কর? উত্তর:- বিগত ২০১৯ । (১০০%)
(৬) ইমামগণের মতভেদসহ মাগরিব সালাতের শেষ সময় সংক্ষেপে বর্ণনা কর? (১০০%)
৭) হাদীসের আলোকে সক্ষেপে রাসূলুল্লাহ (স.) এর প্রতি ভালবাসার গুরুত্ব লিখ?
৮) ইমামহণের মতভেদসহ পাঁচ ওয়াক্ত সালাতের মুস্তাহাব সময়ের বিবরণ দাও? (১০০%)
৯) হাদিসের আলোকে জ্ঞান অর্জনকারীর মর্যাদা সংক্ষেপে বর্ণনা কর? (১০০%)
(১০) জিহাদ সংখা দেও?জিহাদ কত প্রকার ও কি কি ? আলোচনা কর? (১০০%)
(১১) সিহাহ সিত্তাহ কী? সংকলনের নামসহ সিহাহ সিত্তাহ গ্রন্থগুলোর নাম কী? (১০০%)
(১২) হাদিসের আলোকে ইলম অর্জনের গুরুত্ব সংক্ষেপে লিখ। (১০০%)
১৩) ইসলামে সালাতের গুরুত্ব লিখ। অসুস্থ ব্যক্তি নামাযের হুকুম ও পদ্ধতি আলোচনা কর। (১০০%)
১৪) ইমান আবু দাউদ (রহ.) ও আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.) এর সংক্ষিপ্ত পরিচয় দাও? । (১০০%)