ডিগ্রী দ্বিতীয় বর্ষ পরীক্ষা-২০২১ অনুষ্ঠিত 2023
রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্র
বিষয় কোড। ১২১৯০১
বিষয়: বাংলাদেশের সরকার ও রাজনীতি
ক-বিভাগ (যে কোন ১০ টি প্রশ্নের উত্তর দাও)
অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি
Natus শব্দটির অর্থ কি? উত্তর:- জন বা বংশ। (১০০%)
জাতীয়তা কাকে বলে? উত্তর:- কোনো জনসমষ্টি নিজস্ব ইচ্ছা অনুযায়ী জীবন গড়ে তোলার মানসিক অনুভূতি ও আগ্রহকে জাতীয়তা বলে। (১০০%)
জাতীয়তার ধারণা এক প্রকার মানসিক ধারণা। উক্তিটি কার? উত্তর:- অধ্যাপক_ হ্যারল্ড জে. লাস্কির।
বঙ্গভঙ্গ কত সালে সংঘটিত হয় এবং রদ করা হয়? উত্তর: ১৯০৫ সালে রদ করা হয় ১৯১১ সালে। (১০০%)
বাংলা প্রেসিডেন্সি কোন কোন এলাকা নিয়ে গঠিত? উত্তর:- বাংলা, বিহার, ছোট নাগপুর ও উড়িষ্যা অঞ্চল নিয়ে। (৯%)
পূর্ব বাংলার প্রথম গর্ভনর ছিলেন। উত্তর:- ব্যামফিল্ড মুলার। (১০০%)
কবে, কেন মুসলিম লীগ গঠিত হয়? উত্তর:- ১৯০৬ সালে মুসলিম লীগ গঠিত হয়। কারণ মুসলিম লীগ ভারতের মুসলমানদের রাজনৈতিক অধিকার ও অনগ্রসর মুসলিমদের অগ্রগতিকে সহায়তা করে। (১০০%)
. কত সালে খিলাফত ও অসহযোগ আন্দোলন শুরু হয়? উত্তর:- খিলাফত আন্দোলন ১৯১৮ এবং অসহযোগ আন্দোলন ১৯২০ সালের শুরু হয়।
দ্বি-জাতি তত্ত্বের প্রবক্তা কে? উত্তর:- মোহাম্ম আলী জিন্নাহ। (১০০%)
দ্বি-জাতি তত্ত্বের মূলকথা কি? উত্তর:- ভারতবর্ষে দুটি জাতির ভিত্তিতে দুটি আলাদা রাষ্ট্র গঠন। (১০০%)
অবিভক্ত ভারতের শেষ মুখ্যমন্ত্রী কে ছিলে উত্তর:- হোসেন শহীদ সোহরাওয়ার্দী। (%)
. কোন আইন দ্বারা ভারত বিভক্ত হয়েছিলো? উত্তর:- ভারত স্বাধীনতা আইন ১৯৪৭ দ্বারা ভাগ বিভক্ত হয়েছিল।
. কত সালে ভারত আইন পাস হয়? উত্তর:- ১৮ জুলাই ১৯৪৭ সালে। (100%)
কত তারিখে স্যার স্টাফোর্ড ক্রীপস ভারত বর্ষে আসেন? উত্তর:- ২৩ মার্চ ১৯৪২ সালে। (৯৯%)
১৫. বেঙ্গল প্যাক্ট কখন স্বাক্ষরিত হয়? উত্তর:- ১৯২৩ সালে। (১০০%)
১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্ট কত টি আসন লাভ করে? উত্তর:- ২২৩টি। (১০০%)
১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে মুসলিম লীগ কতটি আসন লাভ করে? উত্তর:-৯টি।
. একুশ দফার প্রথম দফা কি ছিল? উত্তর:- শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রীয় প্রকৃতি।
. পাকিস্তান সৃষ্টির সর্বপ্রথম সংবিধান কোনটি? উত্তর:- ১৯৫৬ সালের সংবিধান।
প্রথম শহীদ মিনার পুলিশ ভেঙে দেয় কবে? উত্তর। ২৪ ফেব্রুয়ারি ১৯৫২ সাল। (১০০%)
বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে? উত্তর:- বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। (১০০%)
বর্তমান আসাদ গেটের পূর্বনাম কি ছিল। উত্তর:- আইয়ুব গেট। (১০০%)
১৯৪০ সালে বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন? উত্তর:- এ কে ফজলুল হক। (১০০%)
. বাংলাদেশের পতাকা প্রথম কোথায় উত্তোলন করা হয়? উত্তর:- ২রা মার্চ ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে আস.স.ম আব্দুর বা প্রথম পতাকা উত্তোলন করেন। (১০০%)
১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধুর তার ভাষণটি কোথায় দেন? উত্তর:- সোহরাওয়ার্দী উদ্যানে (তৎকালীন রেসকোর্স ময়দান)। (৯৯%)
. ঢাকা কত নম্বর সেক্টরের অধীনে ছিল? উত্তর:- ২নং । (১০০%)
২৭. কত সালে পাকিস্তানের প্রথম সংবিদান প্রণয়ন করা হয়? উত্তর:- ১৯৫৬ সালে
বাংলাদেশের সংবিধান কোন তারিখে কার্যকর করা হয়? উত্তর:- ১৯৭২ সালের ১৬ ই - ডিসেম্বর। (১০০%)
. পাকিস্তানের প্রথম গর্ভনর জেনারেল কে ছিলেন? উত্তর:- মোহাম্মদ আলী জিন্নাহ। (৯৯%)
. তমুদ্দিন মজলিস কে কত সালে প্রতিষ্ঠা করে? উত্তর:- অধ্যাপক আবুল কােেশ ১৯৪৭ সালের ২রা ডিসেম্বও গঠন করে। (১০০%)
. লাহোর প্রস্তাব কে উত্থাপিত করেন? উত্তর:- এ কে ফজলুল হক। (100%)
. কত সালে বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়? উত্তর:- ১৯৫৬ সালের ২৯ ফেব্রুয়ারি । (১০০%)
বাংলাদেশের সংবিধানে এ পর্যন্ত কতটি সংশোধনী আনয়ন করা হয়েছে। উত্তর:- ১৭ বার। (১০০%)
বাংলাদেশের জাতীয় সংসদের বর্তমান সদস্য সংখ্যা কত? উত্তর:- ৩৫০ জন।
কখন আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ ট্রাইবুনাল গঠন করা হয়? উত্তর:- ২০১০ সালের ২৫ই মার্চ। (১০০%)
আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি ছিলে কত জনা উত্তর:- ৩৫। (১০০%),
মুজিবনগর সরকার গঠিত হয় কখন? উত্তর:- ১০ এপ্রিল ১৯৭১ এবং শপথ নেয় ১৭ এপ্রিল ১৯৭১ সালে। (১০০%)
শেখ মুজিবুর রহমান কত তারিখে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত হয়। উত্তর:- ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি। (১০০%)
বঙ্গবন্ধু কত সালে বাকশাল গঠন করেন? উত্তর:- ১৯৭৫ সালের ২৪ ফেব্রুয়ারি
পল্লী বিদ্যুতায়ন বোর্ড কে গঠন করে? উত্তর:- শেখ মুজিবুর রহমান।
B. LFO এর পূর্ণরূপ কি? উত্তর:- Legal Framework Order । (১০০%) ৪২. বাংলাদেশ জাতীয়তাবাদী দল কত সালে গঠিত হয়? উত্তর:- ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর। (১০০%)
থানাকে উপজেলা হিসেবে স্বীকৃতি দেয় কে? উত্তর:- এইচ এম এরশাদ। (১০০%)
বাংলাদেশ সংভিধান গণপারিষদে পাস হয় কবে? উত্তর:- ১৯৭২ সালের ১৬ই ডিসেম্বর। (১০০%)
খ বিভাগ। যেকোনো এটি প্রশ্নের উত্তর গাও)
১. বাঙালি জাতীয়তাবাদ বলতে কী বুঝ? উত্তর:- দেখুন বিগত ২০১৯ সালে) (১০০%)
২. মুসলিম লগ গঠনের উদ্দেশ্য বা পটভূমি লিখ (উত্তর:- দেখুন বিগত ২০১৯ সালে) (৯৯%)
৩. প্রাদেশিক স্বায়ত্বশাসন বলতে কী বুঝ? প্রকৃতি ও কার্যকারিতা বর্ণনা কর। (৯৯%)
৪. বভঙ্গ কেন রদ করা হয়েছিল? উত্তর:- দেখুন বিগত ২০১৮ সালে) (১০০%)
৫. খিলাফত আন্দোলনের ব্যর্থতার কারণসমূহ লেখ। উত্তর:- দেখুন বিগত ২০১৮ সালে
৬. মন্ত্রিমিশন পরিকল্পনা কি? উত্তর:- দেখুন বিগত ২০১৭ সালে (৯৯%)
৭. মৌলিক গণতন্ত্র কী? উত্তর:- দেখুন বিগত ২০১৯ সালে। (১০০%)
৮. যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠনে বঙ্গবন্ধুর উদ্যোগ বর্ণনা কর। (৯৯%)
৯.. ১৯০৯ সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্য আলোচনা কর।
১০. ভাষা আন্দোলনের কারণগুলো কি ছিলো? (উত্তর:- দেখুন বিগত ২০১১ সালে (৯৯%)
১১. সংক্ষেপে ভাষা আন্দোলনের গুরুত্ব আলোচনা কর (উত্তর:- দেখুন বিগত ২০১৮ সালে। (১০০%)
১২. ১৯৭০ সালের সাধারণ নির্বাচনের তাৎপর্য আলোচনা কর (উত্তর:- দেখুন বিগত ২০১৮ সালে।
১৩. অপারেশন জ্যাকপট বলতে কী বুঝ? উত্তর:- দেখুন বিগত ২০১৯ সালে (৯৯%)
১৪. বেসামরিকীকরণ বলতে কী বুঝ? উত্তর:- দেখুন বিগত ২০১৮ সালে) (১০০%)
১৫. মুজিবনগর সরকার সম্পর্কে সংক্ষেপে লিখ উত্তর:- দেখুন বিগত ২০১৯ সালে। (১০০%)
১৬. বাংলাদেশের জাতীয় সংসদের গঠন ও কার্যাবলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর
১৭. বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রের সমস্যা ও সম্ভान ।
১৮. বাকশালের লক্ষ্য ও উদ্দেশ্য লিখ। (১০০%)
১৯. ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের কারণ আলোচনা কর। (১০০%)
২০. বাংলাদেশেল সংবিধান কিভাবে সংশোধন করা হয়?
২১. সংবিধান কি? বাংলাদেশ গণ পরিষদ আদেশ কি? (%)
২২. আগরতলা ষড়যন্ত্র মামলা সম্বন্ধে যা জান লিখ।
২৩. ছয় দফা কর্মসূচি কী? এর গুরুত্ব লিখ।
২৪. ইনডেমনিটি অধ্যাদেশ কী? সামরিক শাসন
২৫. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে কি জান।
২৬.১৯৫৬ সালের সংবিধানের ব্যর্থতার কারণ ও বৈশিষ্ট্য লিখ। (১০০%)
২৭. বিজাতি তত্ত্বে কী বলা হয়েছে? জিন্নাহর দ্বি-জাতি তত্ত্বটি ব্যাখ্যা কর।
২৮. লাহোর প্রস্তাব কি? লাহোর প্রস্তাবের প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি?
গ বিভাগ (যেকোনো এটি প্রশ্নের উত্তর দাও)
১. বাংলাদেশের ১৯৯০ সালের গণঅভ্যুত্থানের কারণ ও ফলাফল আলোচনা কর (১০০%)
২. বাংলাদেশের রাজনীতিতে রাজনৈতিক জোটের ভূমিকা আলোচনা কর । (১১%)
৩. বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের সমস্যা সম্ভাবনা আলোচনা কর (উত্তর:- দেখুন বিগত ২০১৮ সালে। • ৪. বাংলাদেশের সংসদীয় সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে তোমার ধারণা ব্যাখ্যা কর ( (১০০%)
৫. সংক্ষেপে ১৯৫৬ সালে সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা কর। (৯৯%)
৬. ১৯৭১ সালের বাংলাদেশেল মুক্তিযুদ্ধের সামাজিক ও রাজনৈতিক পটভূমি আলোচনা কর। (১০০%)
৭. বাংলাদেশের রাজনৈতিক উন্নয়নে জোটের ভূমিকা আলোচনা কর। (৯৯%)
৮. বাংলাদেশের অভ্যুদয় কোন আকস্মিক ঘটনা নয়; এটা ক্রমবিবর্তনের বহিঃপ্রকাশ-উক্তিটি ব্যাখ্যা কর।
৯. বাংলাদেশের জাতীয় সংসদের গঠন, ক্ষমতা ও কার্যাবলি আলোচনা কর। (১০০%)
১০. বাংলাদেশের স্বাধীনতার আন্দোলনের ছয় দফা কর্মসূচির গুরত্ব আলোচনা কর।
১১. ১৯৭১ সালের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের কারণগুলো বর্ণনা কর । ডিত্তর:- দেখুন বিগত ২০১৮ সালে
১২. ১৯০৫ সালের বঙ্গভঙ্গের কারণ ও ফলাফল আলোচনা কর।(১০০%)
১৩. ১৯০৬ সালের মুসলিম লীগ গঠনের পটভূমি আলোচনা কর ।
১৫. ১৯৩৫ সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর
১৫. ১৯৪৬ সালের মন্ত্রী মিশন পরিকল্পনার প্রধান বৈশিষ্ট্যগুলো লিখ। এর ব্যর্থতার কারণ আলোচনা কর (উত্তর:- দেখুন বিগত ২০১৯ সালে (৯৯%)
১৬. ছয়দফা কী? আইয়ুব খান কেন মৌলিক গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন? আলোচনা কর। (১০০%)
১৭. বাংলাদেশের অভ্যুদয়ের ভাষা আন্দোলনের অবদান আলোচনা কর (উত্তর:- দেখুন বিগত ২০১৯ সালে। (৯৯%)
১৮. ক্রপস মিশন প্রস্তাব কেন ভারতের রাজনৈতিক সমস্যা সমাধানে ব্যর্থ হয়েছিল? (১০০%)
১৯. তুমি কি মনে কর যে, ১৯৫৬ সালের সংবিদানের অধীনে পাকিস্তানে প্রবর্তিত সংসদীয় সরকার অকৃতকার্য হয়েছিল? যুক্তি সহ আলোচনা কর।
২০. ১৯৭২ সালের বাংলাদেশের সংবিদানের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। (১০০%)
২১. বঙ্গভঙ্গ কী? বঙ্গভঙ্গের কারণ ও ফলাফল বা তাৎপর্য আলোচনা কর। (১০০%)
২২. জিয়া সরকার ও এরশাদ সরকারের বেসামরিকীকরণ প্রক্রিয়ার তুলনামূলক আলোচনা কর।
২০. উন্নয়নশীল দেশে সামরিক বাহিনীর হস্তক্ষেপের কারণসমূহ বিশ্লেষণ কর (৬%)