মাস্টার্স ফাইনাল; 312703 সলিড স্টেট ফিজিক্স [ সর্বশেষ চূড়ান্ত সাজেশন্স] পরীক্ষা ২০২৪

 এমএসসি মাস্টার্স ফাইনাল; পরীক্ষা-২০২১ (অনুষ্ঠিতব্য-২০২৩/২৪)।
Subject Code : 312703
Subject Name : Solid State Physics
সলিড স্টেট ফিজিক্স
[ সর্বশেষ চূড়ান্ত সাজেশন্স]


ক-বিভাগ: অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions) :



  • সিউডো বিভব কী? ৯৯%

  • উত্তর: সিউডো বিভব মডেলে ফ্যোরিয়ার সহগসহ একটি পরিবর্তিত বিভব শক্তি ফাংশন দ্বারা পর্যায়বৃত্ত বিভব শক্তি ফাংশন প্রতিস্থাপিত হয়। এই পরিবর্তিত বিভবই হলো সিউডো বিভব বা পটেনশিয়াল।

  • সেলুলার পদ্ধতি কাকে বলে? ৯৯%

  • মুফিনটিন বিভব বলতে কী বুঝ? ৯৯%

  • উত্তর : প্রত্যেক ল্যাটিস বিন্দু সাপেক্ষে নির্দিষ্ট ও ro ব্যাসার্ধের গোলকের মধ্যে একটি স্বতন্ত্র আয়ন নির্দেশ করার জন্য মুফিনটিন বিভব বিবেচনা করা হয়। নির্বাচিত গোলকের সর্বত্র এই বিভবকে ধ্রুব বিবেচনা করা হয়। ← ল্যাটিস ধ্রুবক এ -এর সকল মানের জন্য মুফিনটিন বিভবকে নিম্নরূপে প্রকাশ করা হয় U(r) = (-a) : যখন 1-1 <ro = v(ro) = 0; যখন > ro

  • ফার্মিতল কাকে বলে? ৯৯%

  • উত্তর: পরমশূন্য তাপমাত্রায় যে সর্বোচ্চ স্তর পর্যন্ত প্রতিটি অরবিটাল ইলেকট্রন দ্বারা সম্পূর্ণভাবে পরিপূর্ণ অবস্থায় থাকে সে স্তরকে ফার্মি স্তর বলে এবং যে তল পরমশূন্য তাপমাত্রায় ইলেকট্রন দ্বারা দখলকৃত ও অদখলকৃত স্তরকে আলাদা করে তাকে ফার্মিতল বলা হয়।

  • ফার্মি শক্তি কী? ৯৯%

  • উত্তর: পরমশূন্য তাপমাত্রায় (অর্থাৎ Ok তাপমাত্রায়) যে সর্বোচ্চ স্তর পর্যন্ত প্রতিটি অরবিটাল ইলেক্ট্রন দ্বারা সম্পূর্ণভাবে পরিপূর্ণ অবস্থায় থাকে এবং যে সর্বোচ্চ স্ত রের উপর অরবিটালগুলো সম্পূর্ণ ফাঁকা থাকে সে স্তরকে ফার্মি স্তর বলে। আর এ স্তর বা লেভেলের সাথে সংশ্লিষ্ট শক্তিকে ফার্মি শক্তি বলে।

  • ইলেকট্রন অরবিট বলতে কী বুঝ? ৯৯%

  • উত্তর: যেসব অরবিট পরিপূর্ণ স্টেটসমূহকে আবদ্ধ করে রাখে তাদেরকে ইলেকট্রন অরবিট বলে।

  • গভীর বিজাতীয় স্তর কাকে বলে? ৯৯%

  • উত্তর: অর্ধপরিবাহীর শক্তিব্যান্ডসমূহের সীমানা হতে কিছু দূরত্বে বিজাতীয় স্তরসমূহের মধ্যে অনেক সময় কিছু কিছু অবিশুদ্ধ যৌগ যোগ করার ফলে যে নতুন স্তরের সৃষ্টি হয় তাকে গভীর বিজাতীয় স্তর বলে।

  • সাইকোট্রন অনুনাদ কী? ৯৯%

  • উত্তর: একটি ধাতব স্ল্যাবে চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করা হলে ধাতব পদার্থের মুক্ত ইলেকট্রনসমূহ বৃত্তাকার পথে ঘুরে। যখন সাইক্লোট্রন কম্পাঙ্ক (Uc প্রয়োগকৃত সিগন্যাল কম্পাঙ্ক (১)-এর সমান হয় অর্থাৎ ( = Wc হয় তখন ইলেক্ট্রনটির সর্বোচ্চ শোষণ সংঘটিত হয়। এই অবস্থাকে সাইক্লোট্রন অনুনাদ বলে।

  • সাইক্লোট্রন অনুনাদ সংঘটনের শর্ত কী? ৯৯%

  • উত্তর: সাইক্লোট্রন অনুনাদ সংঘটনের শর্ত হলো, যখন সাইক্লোট্রন কম্পাঙ্ক প্রয়োগকৃত সিগন্যাল কম্পাঙ্ক এর সমান হবে, অর্থাৎ = - হবে।

  • চৌম্বক অনুনাদ কী? ৯৯%

  • উত্তর: যখন কোনো বহিঃস্থ চৌম্বক ক্ষেত্র হতে কোনো চৌম্বক সিস্টেম নির্দিষ্ট কম্পাঙ্ক শক্তি গ্রহণ করে তাকে চৌম্বক অনুনাদ বলে।

  • ফেরাইটস কী? ৯৯%

  • উত্তর: তড়িৎ পরিবাহিতার নগণ্য মাত্রায় ফেরিম্যাগনেটিক পদার্থকে ফেরাইটস বলে।

  • ম্যাগনন/ম্যাগনেটন কী? ৯৯%

  • উত্তর: একটি স্পিন তরঙ্গের শক্তির কোয়ান্টাকে ম্যাগনন বলে। [রকেট স্পেশাল সাজেশন্স : উপরিউক্ত ৯৯% প্রশ্নটি ১০০% গুরুত্বসহকারে পড়তে হবে। -

  • ম্যাগনেটো ইলাসটিক কী? ৯৯%

  • উত্তর: যখন একটি চৌম্বক পদার্থের উপর চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করা হয়, তখন পদার্থটিতে বিকৃতি সৃষ্টি হয়। এর বহিঃস্থ চৌম্বক ক্ষেত্রকে সরিয়ে নিলে পদার্থটি পুনরায় পূর্বের অবস্থায় ফিরে আসে। এই বৈশিষ্ট্যকে ম্যাগনেটো ইলাসটিক বলে।

  • ম্যাগনেটো ইলাসটিক কী? ৯৯%

  • উত্তর: যখন একটি চৌম্বক পদার্থের উপর চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করা হয়, তখন পদার্থটিতে বিকৃতি সৃষ্টি হয়। এর বহিঃস্থ চৌম্বক ক্ষেত্রকে সরিয়ে নিলে পদার্থটি পুনরায় পূর্বের অবস্থায় ফিরে আসে। এই বৈশিষ্ট্যকে ম্যাগনেটো ইলাসটিক বলে।

  • বিরল মৃত্তিকা উপাদান বলতে কী বুঝ৮ ৯৯%

  • উত্তর: যে সকল উপাদানের 4f শেল অপূর্ণ থাকে এবং Sa² Sp শেল পূর্ণ থাকে, তাদেরকে বিরল মৃত্তিকা উপাদান বলা হয়।

  • অস্থিতিস্থাপক তরঙ্গের বৈশিষ্ট্য লিখ। ৯৯%

  • উত্তর: স্থিতিস্থাপক তরঙ্গের বৈশিষ্ট্য হলো- বল প্রয়োগে বস্তুর আকার ও আকৃতির পরিবর্তন হয় কিন্তু বল সরিয়ে নিলে বস্তু আবার পূর্বের অবস্থায় ফিরে আসে।

  • প্লাস্টিক ডিফরমেশন কি? ৯৯%

  • উত্তর: কোনো বস্তুর উপর পীড়ন প্রয়োগ করলে বস্তুটির যদি দৈর্ঘ্য, প্রন্থ বা উচ্চতার স্থায়ী বিকৃতি ঘটে অর্থাৎ বস্তুটি যদি পূর্বের অবস্থায় আর ফিরে না যায়, তবে বস্তুর এই স্থায়ীভাবে বিকৃতি ঘটার বৈশিষ্ট্যকে প্লাস্টিক বিকৃতি বলে।

  • সম্প্রপারণকারী বিকৃতি বলতে কী বুঝ? ৯৯%

  • উত্তর। যে ধর্মের জন্য বিকৃত বস্তু প্রযুক্ত বল অপসারণ করলে পূর্বাবস্থা ফিরে পায় তাকে সম্প্রসারণকারী স্থিতিস্থাপক বিকৃতি বলে।

  • তরল কেশাস কী? ৯৯%

  • উত্তর: এক ধরনের ক্রিস্টাল পাওয়া যায় যেগুলো নিম্ন তাপমাত্রায় কঠিন কিন্তু উচ্চ তাপমাত্রায় তরল পদার্থের ধর্ম প্রকাশ করে। এই ধরনের ক্রিস্টালকে তরল কেলাস বলে।

  • তরল কেলাসের দশা পরিবর্তন বলতে কী বুঝ?৯৯%

  • উত্তর: উপযুক্ত শর্তাবলি আরোপ ও পদ্ধতি ব্যবহারের মাধ্যমে ব্যবহারিক প্রয়োগের উদ্দেশ্য সাধনের জন্য Nematic, Cholestericও Smectic দশাগুলোর পারস্পরিক যে পরিবর্তন ঘটানো হয়, তাকেই তরল কেলাসের দশা পরিবর্তন বলা হয়।

  • নেমাটিক তরল কেলাস কী? ৯৯%

  • উত্তর: 'Nematic' একটি গ্রিক শব্দ। এর অর্থ Thread like বা সুতার ন্যায়। Nematic তরল দশায় দণ্ডের মতো অণুসমূহ পরস্পর সমান্তরালে অবস্থান করে। এদের জাগতিক বণ্টন তরলের মতো এলোমেলো এবং এদের দিকগত সুশৃঙ্খল আছে।




খ-বিভাগ . : সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions):





  • দেখাও যে, সরল ঘনকীয় ল্যাটিসের ক্ষেত্রে k এর মানের জন্য শক্তি ব্যান্ড k² এর সমানুপাতিক।৯৯%

  • NFE মডেল ও LCAO মডেলের তুলনা কর। ৯৯%

  • চৌম্বক ক্ষেত্রে অরবিটের কোয়ান্টাইজেশন আলোচনা কর। ৯৯%

  • ফার্মিতলের ভৌত তাৎপর্য ব্যাখ্যা কর। ৯৯% 

  • আলোকীয় শোষণ পদ্ধতিতে কেলাস রঙিনকরণ আলোচনা কর। ৯৯%

  • অর্ধপরিবাহীর ভেজাল অবস্থা ব্যাখ্যা কর। ৯৯%

  • ফেরোচুম্বকের জন্য হিসটোরিসিস লুপ ব্যাখ্যা কর। ৯৯%

  • ফেরোচৌম্বক এবং এন্টিফেরোচৌম্বক পদার্থের মধ্যে পার্থক্য নিরূপণ কর।৯৯%

  • ফেরোচৌম্বকের ডোমেইন তত্ত্ব বর্ণনা কর। ৯৯%

  • কিউবিক কেলাসের স্থিতিস্থাপক তরঙ্গ সমীকরণটির [100] দিকে সমাধান বের কর। ৯৯%

  • একটি অসমসত্ত্ব বস্তুর জন্য স্থিতিস্থাপক বলের বিভবের উপস্থিতির কারণে স্থিতিস্থাপক ধ্রুবকগুলোর সংখ্যা হাস  করে। ৯৯%

  • তরল কেলালের দর্শী পরিবর্তন কি।৯৯%

  • তরল কেলাসের দশা পরিবর্তনের জন্য হার্ড-রড মডেল বর্ণনা কর৯৯%

  • তরল কেলাসের চৌম্বকীয় প্রভাব বর্ণনা কর। ৯৯%

  • তরল কেলাসেরআলোকীয় বৈশিষ্ট্যাবলি আলোচনা কর। ৯৯%



গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি (Broad Questions) :



  • সিউডো ফাংশন ও সিউডো বিভব উপযুক্ত চিত্রের সাহায্যে আলোচনা কর।৯৯%

  • একটি b.c.c কেলাসের জন্য LCAO পদ্ধতি ব্যবহার করে শক্তিব্যান্ডের রাশিমালা বের কর।৯৯%

  • সেলুলার পদ্ধতির শ্রোডিংগার সমীকরণের সমাধান বের কর। ৯৯%

  • ইলেকট্রনের দৃঢ় বন্ধন সন্নিকর্ষ মডেল অনুসারে একটি সাধারণ কিউবিক ল্যাটিসের শক্তি ব্যান্ডের রাশিমালা নির্ণয় কর এবং ব্যান্ড গ্রন্থ নির্ণয় কর। ৯৯%

  • প্রায় মুক্ত ইলেকট্রন মডেলের সীমাবদ্ধতা আলোচনা কর। ৯৯%

  • ডি-হ্যাস-ভ্যান আলফেন ক্রিয়া বর্ণনা ও ব্যাখ্যা কর।৯৯%

  • চৌম্বক ভাঙ্গনের শর্ত নির্ণয় কর। ৯৯%

  • আলোকীয় শোষণের জন্য একটি তত্ত্ব আলোচনা কর।৯৯%

  • অর্ধপরিবাহীর ক্ষেত্রে দেখাও যে, Er = Fc+ Ev, [যেখানে সংকেতগুলো প্রচলিত অর্থ বহন করে।৯৯%

  • সহজাত ও বহির্জাত অর্ধপরিবাহীর পার্থক্য কর। ৯৯%

  • প্রতি ফেরোচুম্বকত্বের সংবেদনশীলতার রাশিমালা বের কর।৯৯%

  • স্পিন তরঙ্গের জন্য ব্লকের T² T² সূত্র প্রতিষ্ঠা কর।৯৯%

  • বিরল মৃত্তিকা ও বিনিময় মিথক্রিয়া ব্যাখ্যা কর।৯৯%

  • ব্লকের গতির ব্যবকলনীয় সমীকরণগুলো প্রতিপাদন কর।৯৯%

  • নাইট শিফ্ট এর রাশিমালা বের কর। ৯৯%

  • ঘূর্ণন তরঙ্গর জন্য বিচ্ছুরণ সম্পর্ক প্রতিপাদন কর। ৯৯%

  • কিউবিক কেলাসের সংনম্যতার সমীকরণ প্রতিপাদন কর।৯৯%

  • প্রমাণ কর যে, পীড়ন টেন্সরের ফাংশন হবে রৈখিক।৯৯%

  • বিভিন্ন ধরনের লিকুইড ক্রিস্টাল বিন্যাপ Wonসমূহ আলোচনা কর। ৯৯%

  • তরল কেলাসের প্রয়োগ লিখ। ৯৯%

Post a Comment (0)
Previous Post Next Post