ইসলামের ইতিহাস ও সংস্কৃতি তৃতীয় পত্র সাজেশন ২০২৪ । Degree 2nd year exam suggestion

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ৩য়পত্র সাজেশন


ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা-২০২২ অনুষ্ঠিত ২০২৪

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি তৃতীয় পত্র বিষয়: ভারতে মুসলমানদের ইতিহাস (৭১২-১৫২৬) 

বিষয় কোড: ১২১৬০১


 ক-বিভাগ (যে কোন ১০ টি প্রশ্নের উত্তর দাও)



অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি:

১. মুসলিম বিজয়ের পূর্বে সিন্ধুর রাজধানী কোথায় ছিল? উত্তর: আলোরে। (৯৯%)

২. কিতাবুল হিন্দি গ্রন্থের রচয়িতা কে? উত্তর: 'কিতাব-উল- হিন্দি' গ্রন্থের রচয়িতা আল বেরুনী। (৯৯%)

৩. ইব্রাহিম লোদী কত বছর শাসান করেছিলেন? উত্তর: ইব্রাহিম, লোদী (১৫১৭-১৫২৬ খিঃ) ৯ বছরা শাসন করেছিলেন।

৪. সৈয়দ বংশের প্রতিষ্ঠিতা কে? উত্তর: সৈয়দ বংশের প্রতিষ্ঠিতা • খিজির খান। (৯৯%)

৫. কোন সুলতান দাক্ষিণাত্য জয় করেন। উত্তর: সুলতান,আলাউদ্দিন খলজি দাক্ষিণাত্য জয় করেন। (৯৯%) হাজার দিনারী কাকে বলা হতো। উত্তর: মালিক কাফুরকে। ৬.

৭. কুতুব মিনার কে নির্মাণ করেন? উত্তর: কুতুবউদ্দিন আইবেক। (৯৯%)

৮. উলুঘ খান কে ছিলেন? উত্তর: উলুঘ খান ছিলেন সুলতান আলাউদ্দিন খলজির ভাই।

৯. ভারাইনের ১ম যুদ্ধ কত সালে সংঘটিত হয়? উত্তর: তারাইনের ১ম যুদ্ধ ১১৯১ সালে সংঘটিত হয়। (৯৯%)

১০. ভারতবর্ষে প্রথম স্বাধীন মুসলিম রাজবংশের প্রতিষ্ঠাতা কে?উত্তর: সুলতান কুতুব উদ্দিন আইবেক।

১১. আরবরা কত সালে সিন্ধু বিজয় করে? উত্তর:-৭১২ সালে। (৯১%)

১২. মুহম্মদ বিন কাশিম কত সালে সিন্ধু বিজয় করেন? উত্তর:- ৭১২ খ্রিস্টাব্দে।

১৩. ভারতবর্ষে প্রথম স্বাধীন মুসলিম রাজবংশের প্রতিষ্ঠাতা কে? উত্তর:-মুহাম্মদ ঘুরি; পৃথ্বিরাজ চৌহানকে পরাজিত করে। (৯৯%)

১৪. সিন্ধু বিজয়ের সময়ে উমাইয়া খলিফা কে ছিলেন? উত্তর:- আল ওয়ালিদ।

১৫. রাজা দাহিরের সৈন্য সংখ্যা কত ছিল? উত্তর:-৫০,০০০ সৈন্য।

১৬. রাজা দাহির কোন বংশের শাসক? উত্তর:-চাচ। (৯৯%) 

১৭. সুলতান মাহমুদের তার তৃতীয় অভিযান কোন রাজ্যের বিরুদ্ধে? উত্তর:-ঝিলম নদীর তীরে ভীরা রাজ্যেরবিরুদ্ধে। (৯৯%)

১৮. সুলতান মাহমুদ মোট কতবার ভারতবর্ষ আক্রমণ করেন? উত্তর:-১৭ বার। (৯৯%)

১৯. সুলতান মাহমুদ কতসালে সোমনাথ বিজয় কনেন এবং সোমনাথ কোথায়? উত্তর:- ১০২৬ খ্রিস্টাব্দে, সোমানাথ গুজরাটের কাথি ওয়াড়ে।

২০. আল বেরুনীর গ্রন্থের নাম কি? উত্তর:- কিতাব উল হিন্দ।

২১. তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে সংঘটিত হয়? উত্তর:- ১১৯১ সালে। (৯৯%)

২২. শাহনামা কে রচনা করেন? উত্তর:- কবি ফেরদৌসী। (৯৯%)

২৩. দিল্লির কুতুব মিনারের নির্মাণ কাজ কে সমাপ্ত করেন? উত্তর:- সুলতান ইসতুৎমিশ। (৯৯%)

২৪. সুলতানা রাজিয়া কত বছর রাজত্ব করেন? উত্তর:- ১২০৫ থেকে ১২৪০ পর্যন্ত। । (৯৯%).

২৫. দিল্লী সালতানাতের সর্বশেষ সুলতান কে ছিলেন? উত্তর:- ইব্রাহীম লোদী।

২৬. মামলুক শব্দের অর্থ কি? উত্তর:- ক্রীতদাস। (৯৯%)

২৭. রক্তপাত ও কঠোর নীতি কে গ্রহণ করেন? উত্তর:- সুলতান গিয়াসউদ্দিন বলবন। (৯৯%)

২৮. মামলুক বংশের প্রতিষ্ঠাতা বলা হয় কাকে? উত্তর:-সুলতান কুতুবউদ্দিন আইবেক।

২৯. বন্দেগানে চেহেলগাম প্রতিষ্ঠা করেন কে? উত্তর:- সুলতান মোহাম্মদ ঘুরী।

৩০. ভারতবর্ষে তুর্কি শাসন প্রতিষ্ঠার রূপকার কে? উত্তর:- সুলতান ইলতুৎমিশ।

৩১. ভারতে কলজি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর:- জালাল উদ্দিন খলজি।

৩২. মাতামহী সুলভ ব্যবস্থা কে প্রবর্তক কে? উত্তর:- ফিরোজ শাহ 'তুঘলক। (৯৯%)

৩৩. দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ প্রথার প্রবর্তক কে? উত্তর:- সুলতান আলাউদ্দিন খলজি।

৩৪. ইবনে বতুতা কোন সনে ভারতবর্ষে আগমন করেছিল? উত্তর:- ১৩৩৩ সনে।

৩৫. খলজি বংশের শ্রেষ্ট সুলতান কে ছিলেন? উত্তর:- সুলতান আলাউদ্দিন খলজি। (৯৯%)

৩৬. লক্ষণ সেন কিভাবে পালিয়ে যান?

৩৭. তুঘলক বংশের প্রতিষ্ঠাতা কে? উত্তর:- গিয়াসউদ্দিন তুঘলক।









খ-বিভাগ (যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও)

১. মুহাম্মদ বিন কাশিমের পরিচয় দাও। উত্তর ডিগ্রি ২০২০ সালের প্রশ্ন দেখুন) (৯৯%)

২. 'শাহনামা' সম্পর্কে টীকা লিখ। (উত্তর ডিগ্রি ২০২০ সালের প্রশ্ন দেখুন) (৯৯%)

৩. আল বেরুনী সম্পর্কে কী জান? (উত্তর ডিগ্রি ২০২০ সালের প্রশ্ন দেখুন।

৪. ফিরোজ শাহ তুঘলুকের 'মাতামহী সুলভ' ব্যবস্থার বিবরণ দাও (উত্তর ডিগ্রি ২০২০ সালের প্রশ্ন দেখুন।

৫. ইবনে বতুতা সম্পর্কে সংক্ষেপে লিখ উত্তর ডিগ্রি ২০২০ সালের প্রশ্ন দেখুন) (৯৯%)

৬.' 'চল্লিশ চক্র' বলতে কী বুঝায়? (উত্তর ডিগ্রি ২০২০ সালের প্রশ্ন দেখুন। (৯৯%)

৭. ইব্রাহিম লোদী কে ছিলেন? উত্তর ডিগ্রি ২০২০ সালের প্রশ্ন দেখুন) (৯৯%)

৮. দিল্লী সালতানাতের পতনের চারটি কারণ ব্যাখ্যা কর। (উত্তর ডিগ্রি ২০২০ সালের প্রশ্ন দেখুন।

৯. মুহম্মদ ঘুরীর পরিচয় দাও। [উত্তর ডিগ্রি ২০২০ সালের প্রশ্ন দেখুন) (৯৯%)

১০. জিয়াউদ্দিন বারানীর পরিচয় দাও। (উত্তর ডিগ্রি ২০১৮ সাল)

১১. খিজির খান সম্পর্কে যা জান লিখ। [উত্তর ডিগ্রি ২০১৯ সাল।

১২. মুঘল আমলে মধ্যবিত্ত শ্রেণির জীবনযাত্রা সম্পর্কে লিখ। (৯৯%)

১৩. তৃতীয় পানিপথের বিজয়ের ফলাফল আলোচনা কর। (৯৯%)

১৪. লোদী ও সৈয়দ বংশের পরিচয় দাও। (১০০%)

১৫. ফিরোজ শাহ তুলঘকের জনহিতকর কার্যাবলি। লিখ।

১৬. সুলতান মাহমুদ, কে ছিলেন? সবুক্তগীনের পরিচয় দাও। (৯৯%)

১৭. দিওয়ান ই বন্দেগান সম্পর্কে কি জান।

১৮. কুতুবউদ্দিন আইবেকের পরিচয় দাও (%९९)।।

১৯. সুলতান ইলতুৎমিশ মোঙ্গল আক্রমণ থেকে কীভাবে ভারতকে রক্ষা করেন? [উত্তর ডিগ্রি ২০১৯ সাল।

২০. ইবনে বতুতার রিহলা গ্রন্থের সংক্ষিপ্ত আলোচনা কর। [উত্তর ডিগ্রি ২০১৮ সাল)

২১. সুলতান বলবনের রক্তপাত ও কঠোর নীতি সম্বন্ধে লিখ, উত্তর ডিগ্রি ২০১৭ সাল। ডিগ্রি ২০১৭ সাল।

২২ . মুহম্মদ বিন তুঘলকের রাজধানীর স্থানান্তর সম্বন্ধে সংক্ষেপে লিখ।

২৩. খলজি বংশের উৎপত্তি সম্পর্কে লিখ এবং বখতিয়ার খলজির বাংলা বিজয়ের ফলাফল আলোচনা কর।

২৪. মোহাম্মদ বিন তুলঘকের তাম্রমুদ্রা প্রচলন পরিকল্পনা সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর। (উত্তর ডিগ্রি ২০১৯ সাল) (১০০%)

২৫. সুলতানা রাজিয়া সম্পর্কে যা জান লিখ। (উত্তর ডিগ্রি ২০১৮ সাল।

২৬. খলজি বংশের উৎপত্তি সম্পর্কে লিখ এবং বখতিয়ার খলজির বাংলা বিজয়ের ফলাফল আলোচনা কর।

২৭. তৈমুর লং এর ভারত আক্রমণ সম্পর্কে বর্ণনা কর। [উত্তর ডিগ্রি ২০১৯ সাল।


গ-বিভাগ(যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও)

১. ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিহাসের উৎসমূহ আলোচনা কর। (উত্তর ডিগ্রি ২০২০ সালের প্রশ্ন দেখুন)

২. সুলতানর মুহাম্মদ ঘুরীর অভিযানের প্রাক্কালে উত্তর ভারতের 'রজানৈতিক ও ধমীর অবস্থান বিবরণ দাও ।

৩. পানিপথের প্রথম যুদ্ধ সম্পর্কে লিখ। উত্তর ডিগ্রি ২০২০ সালের প্রশ্ন দেখুন) (৯৯%)

৪. বাহমনী রাজ্যের উত্থান ও পতনের ইতিহাস লিখ। (উত্তর ডিগ্রি ২০২০ সালের প্রশ্ন দেখুন।

৫. মুহাম্মদ- বিন তুঘলকের উচ্চাভিলাষী পরিকল্পনাগুলো বিশ্লেষণ কর । উত্তর ডিগ্রি ২০২০ সালের প্রশ্নদেখুন। (৯৯%)

৬. আলাউদ্দিন খলজির মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থার বিবরণ দাও । (উত্তর ডিগ্রি ২০২০ সালের প্রশ্ন দেখুন। 

৭. সুলতান ইলতুৎমিশকে দিল্লী সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠিাতা বলা হয় কেন উত্তর ডিগ্রি ২০২০ সালের প্রশ্ন দেখুন) (৯৯%)

৮. আরবদের সিন্ধু বিজয়ের কারণ ও ফলাফল আলোচনা কর [উত্তর ডিগ্রি ২০১৯ সাল) (১০০%) .

৯.  গজনীর সুলতান মাহমুদের ভারত অভিযানের উদ্দেশ্যসমূহ বিশ্লেষণ কর (উত্তর ডিগ্রি ২০১৯ সাল। 

১০. সুলতানা রাজিয়ার শাসনকাল সম্পর্কে আলোচনা কর (উত্তর ডিগ্রি ২০১৯ সাল) (১০০%)

১১. মুহম্মদ ঘুরীর অভিযানের প্রাক্কালে উত্তর ভারতের রাজনৈতিক অবস্থার বিবরণ দাও।

১২. বিজেতা হিসাবে সুলতান আলাউদ্দিন খলজির কৃতিত্ব মূল্যায়ন কর (উত্তর ডিগ্রি ২০১৯ সাল) (১০০%)

১৩. আলাউদ্দিন খলজির সংস্কারের গুরুত্ব নিরূপণ কর। (১০০%)

১৪. ফিরোজ শাহ তুঘলকের শাসন নীতি আলোচনা কর এবং ভারতে ক্ষুদ্র রাজবংশের উত্থান সম্পর্কে পর্যালোচনা কর।

১৫. তুমি কাকে লোদী বংশের শ্রেষ্ট শাসক মনে কর? তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও। উত্তর ডিগ্রি ২০১৯ সাল) (১০০%)

১৬. সুলতানি আমলে বাংলার প্রাদেশিক শাসন কাঠামো তুলে ধর। উত্তর ডিগ্রি ২০১৮ সাল।

১৭. দিল্লির কেন্দ্রীয় শাসন ব্যবস্থা পর্যালোচনা কর এবং মুসলিম বিজয়ের প্রাক্কালে ভারতের সামাজিক অবস্থা সংক্ষেপে আলোচনা কর।

১৮. মুহাম্মদ বিন তুঘলকের কৃতিত্ব ও চরিত্র তুলে ধর। (১০০%)

১৯. সুলতান আলাউদ্দিন খলজী কর্তৃক দাক্ষিণাত্য অভিযানের একটি বিবরণ দাও। (৯৯%)



Post a Comment (0)
Previous Post Next Post